ঢাকাWednesday, 28 May 2025, 14 Jyoishţho 1432

যুক্তরাষ্ট্রে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ , ০৫:০১ এএম


loading/img
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে  আরোহীর সবাই নিহত হয়েছেন। বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি ম্যানহাটনের আশেপাশের আকাশে প্রায় ১৫ মিনিট ধরে উড়ছিল বলে জানা গেছে।   

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। বিমানটিতে কমপক্ষে তিনজন শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক ছিলেন। বিকেল সোয়া তিনটার দিকে বেল ২০৬ লংরেঞ্জার হেলিকপ্টারটি নিউইয়র্ক সিটি এবং নিউ জার্সির মধ্যকার নদীতে পড়ে যায়। 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটি হেলিকপ্টার পানিতে আংশিকভাবে ডুবে আছে এবং জরুরি কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। 

বিজ্ঞাপন

ফ্লাইটরাডার২৪ এর মতে, হেলিকপ্টারটি ম্যানহাটন থেকে ছেড়ে এসেছিল বলে তাদের ধারণা। হেলিকপ্টারটিতে থাকা ছয়জনের সবাই মারা গেছেন বলে একজন জানান।

তবে, বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফেডারেল এভিয়েশন অথরিটি জানিয়েছে বিমানটিতে মোট কতজন আরোহী ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

নদীর উভয় তীরে উদ্ধার অভিযান চলছে উল্লেখ করে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তারা জানান, ওয়েস্ট সাইড হাইওয়ে এবং স্প্রিং স্ট্রিটের পিয়ার৪০-এর কাছে জরুরি উদ্ধারকর্মীরা কাজ করছেন।  

বিজ্ঞাপন
Advertisement

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |